শায়েস্তাগঞ্জ থানার এসআই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন

0
9

শায়েস্তাগঞ্জ থানার এসআই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার এসআই মোঃ ছাইদুল ইসলাম (৪২) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে শায়েস্তাগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে। রবিবার রাত ১টার দিকে তিনি মারা যান।
জানা যায়, ঢাকা রাজারবাগ পুলিশ লাইনে ট্রেনিংয়ের উদ্দেশ্যে যান তিনি। ট্রেনিং শেষে কর্মস্থলে ফেরার পথে রাস্তায় বুকে ব্যথা অনুভব করেন। কিছুক্ষণ পর রাস্তাতেই তার মৃত্যু হয়। তিনি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার গোরাদিয়া ইউনিয়নের ছরইগলি গ্রামের মৃত দেওয়ান আব্দুল বারির ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে , অসংখ্য আত্মীয় স্বজনসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে শায়েস্তাগঞ্জ থানায় সততার সাথে কাজ করে আসছিলেন।

কোন মন্তব্য নেই