শায়েস্তাগঞ্জ পৌর এলাকার বিরামচর গ্রামে দুর্ধর্ষ ডাকাতি

0
24

এমএইছ চৌধুরী, জুনাইদ: শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা :: শায়েস্তাগঞ্জ উপজেলায় শায়েস্তাগঞ্জ পৌর এলাকার বিরামচর গ্রামের মোঃ আব্দুল আহাদ এর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত মোঃ আব্দুল আহাদ (৬০) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। শুক্রবার ০১ ফেব্রুয়ারি রাত ৩ টার সময় উপজেলার বিরামচর গ্রামে এ ঘটনাটি ঘটে। পুলিশ সূত্র জানায়, উল্লেখিত সময়ে ১০/১২জনের মুখোষধারী এক দল ডাকাত ঘরের দরজার ছিটকিনি ভেঙ্গে আব্দুল আহাদ এর বাড়িতে প্রবেশ করে। এ সময় ডাকাতরা দেশীয় অস্ত্রের আঘাতে মোঃ আব্দুল আহাদকে গুরুতর আহত করে। পরে গৃহকর্তীসহ ঘরের সকলকে জিম্মি করে নগদ টাকাসহ ৪ ভরী স্বর্ণালঙ্কার, তিনটি দামী মোবাইল ফোন নিয়ে যায়। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াছিনুল হক জানান, খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছেন এবং আহত ব্যক্তিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে, চিকিৎসা চলছে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন