শায়েস্তাগঞ্জ পৌর নির্বাচনে হাইকোর্টের রায়ে ফিরলেন মুখলিছ মিয়া

0
28

এম হায়দার চৌধুরী শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) :: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর নির্বাচনে ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ মুখলিছ মিয়ার মনোনয়ন পত্র বাতিলের পর হাইকোর্টের রায়ে ফিরলেন নির্বাচনে বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালে জেলা নির্বাচন অফিসার ও শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, শায়েস্তাগঞ্জ পৌর নির্বাচনে ১০ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের দিন ঋণ খেলাপীর দায়ে কাউন্সিলর প্রার্থী মুখলিছ মিয়ার মনোনয়ন বাতিল করা হয়। ৬ ডিসেম্বর জেলা প্রশাসক বরাবরে আপিল করলেও লাভ হয়নি।

অবশেষে হাইকোর্টে আপিল করলে গত ১৪ ডিসেম্বর তার প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়। এর পর গতকাল ১৬ ডিসেম্বর উপজেলা নির্বাচন কার্যালয় থেকে তাকে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ মনিরুজ্জামান জানান- ১ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের দিন পর্যন্ত মোঃ মুখলিছ মিয়া ঋণ খেলাপী ছিলেন। তাই বাছাইয়ের দিন তার মনোনয়নপত্র বাতিল করা হয়। তিনি ঋণ পরিশোধ করে হাইকোর্টে আপিল করলে তার প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়।

কাউন্সিলর প্রার্থী মোঃ মুখলিছ মিয়া বলেন, মনোনয়নপত্র দাখিলের পরে ঋণ পরিশোধ করায় বাছাইয়ের বাতিল করা হলেও হাইকোর্টের রায় বৈধ ঘোষণা করা হয়েছে। এখন মাঠে কাজ শুরু করেছি, জয় নিয়েই ঘরে ফিরব।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন