শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের শীতবস্ত্র বিতরণ

0
1

শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের শীতবস্ত্র বিতরণ

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে অসহায় দরিদ্র লোকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় প্রেসক্লাবের সভাপতি আব্দুর রকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতনের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর, লাখাই, শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি হিসেবে হিসেবে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলার চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট হুমায়ুন কবির সৈকত, আজীবন সদস্য এডভোকেট মীর গোলাম মোস্তফা, সৈয়দ আজিজুর রহমান ,জালাল উদ্দিন রুমি, উপজেলা আওয়ামী লীগের নেতা জামাল উদ্দিন দুলাল, সাইফুর রহমান ফয়সল ,শামীম আহমেদ, মুজাক্কির হোসেন, জামাল আহমেদ মাস্টার প্রমূখ। প্রধান অতিথি বলেন, এর আগে অনেক সরকার আইছে আর গেছে এত উন্নয়ন শায়েস্তাগঞ্জে হয়নি আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শায়েস্তাগঞ্জের পৌরসভা পরে উপজেলায় উন্নীত হয়েছে। শায়েস্তাগঞ্জে রাস্তাঘাট, স্কুল কলেজ, মাদ্রাসা উন্নয়ন হয়েছে আওয়ামী লীগ সরকার থাকার কারণে। পরে অর্ধশতাধিক অসহায় দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন