এম হায়দার চৌধুরী, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) :: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার সাইফুল ইসলাম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন সহকারি মাস্টার মোঃ মুশফিকুল ইসলাম।
জানা যায়, কয়েকদিন আগে প্রতিদিনের মতো দাপ্তরিক কাজ করা অবস্থায় তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পরায় চিকিৎসার জন্য তাকে ঢাকা পেরণ করা হয়েছিল। পরে ৮ ডিসেম্বর ঢাকার একটি হাসপাতালে করোনা পরিক্ষার জন্য নমুনা দিলে ১১ ডিসেম্বর তার করোনা পজিটিভ আসে। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতাল এ চিকিৎসাধীন রয়েছেন।