এমএইছ চৌধুরী, জুনাইদ। শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা :: শায়েস্তাগঞ্জ উপজেলাধীন স্কুল, মাদ্রাসা ও কলেজ পর্যায়ে শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৪ ফেব্রুয়ারি উপজেলার দুইটি ভ্যানুতে সকাল থেকে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলার ব্রাহ্মণডুরা ইউপির প্রাণ আরএফএল পাবলিক স্কুল ভেন্যুতে সকাল ১০টায় এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মোজাহের উচ্চ বিদ্যালয়র ১০ জন ও প্রাণ আরএফএল পাবলিক স্কুলের ১০ জন শিক্ষার্থী। এতে প্রাণ পাবলিক স্কুল বিজয়ী হয়।
একইদিন দুপুরে শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যুতে পৌরসভাধীন উচ্চ বিদ্যালয় ও কলেজ পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মাধ্যমিক পর্যায়ে অংশগ্রহণ করে শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়, শায়েস্তাগঞ্জ কামিল মাদ্রাসা। কলেজ পর্যায়ে অংশগ্রহণ করে শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজ, জহুর চান বিবি মহিলা কলেজ ও কামিল মাদ্রাসা। পৌরসভায় মাধ্যমিক পার্যায়ে জয়ী হয় শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাইস্কুল ও কলেজ পর্যায়ে জয়ী শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান বলেন, আগামী ১৩ ফেব্রুয়ারী উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে শায়েস্তাগঞ্জ বালিকা বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে।