শুরু হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের বিজয়ী সমাবেশ

0
15

জি নিউজ ডেস্কঃ সব প্রস্তুতি সম্পন্ন। মঞ্চে বসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপেক্ষা করছেন নেতারা। মঞ্চের সামনের মাঠ লোকে লোকারণ্য। পুরো সোহরাওয়ার্দী উদ্যান যেন জনসমুদ্র। প্রস্তুত রয়েছেন গণমাধ্যম কর্মীরাও। নেতাকর্মীরা মুহুর্মুহু শ্লোগান দিচ্ছেন বঙ্গবন্ধু, শেখ হাসিনা এবং নৌকার নামে। এখন শুধু নেতাকর্মীরা তাদের প্রিয় নেত্রীর আসার অপেক্ষায়। তবে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এবং উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুুল ইসলাম আমিনের সঞ্চলনায় এরই মধ্যে জনসভা শুরু হয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভে আওয়ামী লীগের পক্ষ থেকে বিজয় সমাবেশের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী আসার পরপরই বিজয় সমাবেশ শুরু হবে। এর আগেই গানে গানে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

৩০ ডিসেম্বর তৃতীয় মেয়াদে সরকার গঠনের রেকর্ড করলেও বিজয় মিছিল না করার ঘোষণা দেয় আওয়ামী লীগ। কিন্তু বিজয় আনন্দ থেকে নেতাকর্মীদের বঞ্চিত করতে চায় না আওয়ামী লীগের হাইকমান্ড। তাই সোহরাওয়ার্দী উদ্যানের বিজয় সমাবেশে করার ঘোষণা দেয় দলটি। বিজয় সমাবেশ থেকে দেশবাসীর কৃতজ্ঞতা জানিয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কোন মন্তব্য নেই