শেখ হাসিনার ওপর আল্লাহর ছায়া রয়েছে : চিত্রনায়ক ফারুক

0
26

জি নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য কাজ করছেন, এজন্য কেউ তার ক্ষতি করতে পারবে না বলে মনে করেন ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক। প্রধানমন্ত্রীর ওপর আল্লাহর ছায়া রয়েছে বলেও মন্তব্য করেন এই চিত্রনায়ক।

মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। চলচ্চিত্র অঙ্গনের পরিচিত এই মুখ এবার ঢাকা-১৭ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান নায়ক ফারুক। এ সময় তিনি বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনায় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নায়ক ফারুক বলেন, ‘যে দেশের মানুষ বঙ্গবন্ধুকে হত্যা করতে পারে, সে দেশের সবাইকে মাওলানা ভাবলে ভুল করা হয়ে যাবে। আল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রক্ষা করেছেন, ভবিষ্যতে ইনশাল্লাহ কেউ তার কিছু করতে পারবে না। কারণ আল্লাহ তায়ালার ছায়া রয়েছে।’

সূত্রঃ ঢাকা টাইমস।

কোন মন্তব্য নেই