শেরপুরের ঝিনাইগাতীতে গাঁজাসহ ৭জনের কারাদন্ড

0
48

শেরপুরের ঝিনাইগাতীতে গাঁজাসহ ৭জনের কারাদন্ড

মোঃজিয়াউল হক,শেরপুর :শেরপুরের ঝিনাইগাতীতে গাঁজা সেবন ও বিক্রির দায়ে এক নারি সহ ৭জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড এবং প্রত্যেককে ১০০টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৯অক্টোবর) দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ১৯(১) এর ধারা মোতাবেক এ দণ্ডাদেশ প্রদান করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট আশরাফুল আলম রাসেল।

গোপনে সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় শেরপুরের সহকারি পরিচালক ফয়সাল আহম্মেদের নেতৃত্বে অভিযান চালিয়ে গাঁজা সেবন ও বিক্রির দায়ে এক নারি সহ ৭জনকে আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট আশরাফুল আলম রাসেল এই দণ্ডাদেশ প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার নয়া রাংটিয়ার শাহিন মিয়ার স্ত্রী জুলেখা বেগম(৫১), সোহরাব আলীর ছেলে নুরুল আলম(৪০), মৃত আব্দুল সালামের ছেলে মাসুদ মিয়া (৬০), মৃত আব্দুর রাজ্জাকের ছেলে রিপন মিয়া (২০), মেলান্দহ উপজেলার নাগেরপাড়া এলাকার আসাদুল্লাহ’র ছেলে মাহবুবুর রহমান মারুফ(৩৫) এবং ইসলামপুর উপজেলার মাহমুদপুর এলাকার জহুরুল ইসলামের ছেলে মজনু মিয়া (৫০)।

পরে দন্ডপ্রাপ্ত আসামীদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এছাড়া-
শেরপুরের ঝিনাইগাতীতে ১০০বোতল ভারতীয় মদ সহ আটক ৩

শেরপুর শেরপুরের ঝিনাইগাতীতে আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় ১০০বোতল মদ সহ তিন মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ। সোমবার (২৮অক্টোবর) দিবাগত রাতে তাদেরকে উপজেলার ডাকাবর এলাকা থেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, শেরপুর পৌর শহরের গোপালবাড়ি এলাকার রবিন্দ্রনাথ বণিকের ছেলে রক্তিম বণিক(২০), গৌরীপুর মহল্লার মঞ্জুরুল হকের ছেলে নিহাদ(২০) এবং মনকান্দা এলাকার মৃত আব্দুল ছামাদের ছেলে আমিনুল ইসলাম (৩৬)।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমিন জানায়, গোপনে সংবাদ পেয়ে থানার ওসি (তদন্ত)রবিউল আজমের নেতৃত্বে সঙ্গীয় অন্যান্য পুলিশ কর্তকর্তাদের অভিযান পরিচালনা করে আমদানী নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের ১০০ বোতল ভারতীয় মদ সহ তিন কারবারিকে গ্রেফতার করে।

এ ঘটনায় পুলিশ বাদি হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে আদালতে সোর্পদ করা হয়েছে।

শেরপুরের আরও খবর-
শেরপুরের ঝিনাইগাতীতে ভারতীয় মদ সহ গ্রেফতার-১

শেরপুরের ঝিনাইগাতীতে আমদানী নিষিদ্ধ ১৯ বোতল ভারতীয় মদ সহ রাকিবুল ইসলাম ওরফে রকি নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার(২৮অক্টোবর) রাতে তাকে উপজেলার সদর বাজারের সিএনজি ষ্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওই কিশোর পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার পূর্ব সমশ্চুড়া এলাকার মোশারফ হোসেনের ছেলে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমিন জানায়, কিশোর রাকিবুল ইসলাম ওরফে রকি দুটি স্কুল ব্যাগে মদ নিয়ে ঝিনাইগাতী বাজারের সিএনজি ষ্ট্যান্ডে এলে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে স্থানীয়রা তার ব্যাগ তল্লাশী করে আমদানী নিষিদ্ধ ১৯ বোতল ভারতীয় মদ সহ রকিকে আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করে। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মুল্য ৭৬হাজার টাকা।

এ ঘটনায় পুলিশ বাদি হয়ে রাকিবুল ইসলাম ওরফে রকি’র নামে মাদক আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার সকালে আদালতে সোর্পদ করা হয়েছে।

কোন মন্তব্য নেই