শেরপুরের ঝিনাইগাতীতে বিদেশী মদ সহ গ্রেপ্তার-১

0
10

ঝিনাইগাতীতে বিদেশী মদ সহ গ্রেপ্তার-১

মোঃজিয়াউল হক, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে ৩৮ বোতল ভারতীয় মদ সহ মো. ফারুক (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে
র‌্যাব-১৪, জামালপুর। গ্রেপ্তারকৃত যুবক ঝিনাইগাতী উপজেলার মোল্লাপাড়া গ্রামের মৃত মফিজুর রহমানের ছেলে। ২৭ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৪ঘটিকার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১৪ এর প্রেস ব্রিফিং সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে
জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী এম. এম. সবুজ রানার নেতৃত্বে এবং সহকারী পুলিশ সুপার মো. শহিদুল্লাহ’র উপস্থিতিতে র‌্যাবের একটি চৌকসদল ঝিনাইগাতী থানাধীন ডাকাবর ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মো. ফারুককে ৩৮ বোতল।

আমদানি নিষিদ্ধ বিদেশী মদ, ১টি ব্যাটারি চালিত রিক্সা এবং ১টি মোবাইল সেট সীমসহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক মুল্য ৩৮হাজার টাকা।গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

কোন মন্তব্য নেই