শেরপুরের ৩টি সংসদীয় আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

0
0

শেরপুরের ৩টি সংসদীয় আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

মোঃজিয়াউল হক শেরপুর প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সবকয়টি আসনে সংসদ সদস্য (এমপি) প্রার্থী দিতে পর্যায়ক্রমে প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করছে। এর অংশ হিসেবে শেরপুরের ৩টি সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।

তৃণমূল নেতা কর্মীদের মতামতের ভিত্তিতে এমপি প্রার্থী চূড়ান্ত হওয়ার পরে মঙ্গলবার (৪ফেব্রুয়ারি) রাতে শেরপুর জেলা জামায়াতের প্রচার বিভাগ থেকে তা প্রকাশ করা হয়। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে দলটির জেলা কমিটির মিডিয়া উইং বিভাগ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সম্ভাব্য প্রার্থীরা হলেন, শেরপুর-১ (শেরপুর সদর উপজেলা)- ১৪৩ সংসদীয় আসনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম, শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী উপজেলা)-১৪৪ সংসদীয় আসনে ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক ও জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মুহাম্মদ গোলাম কিবরিয়া ভিপি এবং শেরপুর-৩ (শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা)- ১৪৫ সংসদীয় আসনে জেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ্ব নুরুজ্জামান বাদল।

এ উপলক্ষে মঙ্গলবার রাতে শেরপুর জেলা জামায়াতের প্রধান কার্যালয়ে জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি নুরুজ্জামান বাদল এর সঞ্চালনায় কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য কেন্দ্রীয় নির্দেশনায় শেরপুর জেলার সংসদীয় ৩টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এসময় কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আগামী নির্বাচনের সকল কার্যক্রম পরিচালনার জন্য উপস্থিত সকলকে পরামর্শ প্রদান করা হয়।
শেরপুরের ৩টি আসনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী চূড়ান্তের বিষয়টি জানাজানি হলে, সম্ভাব্য প্রার্থীদের কর্মী সমর্থকরা নিজ নিজ প্রার্থীদের ছবিসহ পোস্টার তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন