শেরপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ১৬ইট ভাটায় ৪১ লক্ষ টাকা জরিমানা

0
8

শেরপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ১৬ইট ভাটায় ৪১ লক্ষ টাকা জরিমানা

মোঃজিয়াউল হক, শেরপুর প্রতিনিধি : শেরপুরের পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৬ ইট ভাটায় ৪১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ১৮ জানুয়ারি বুধবার দিনব্যাপী শেরপুর সদরে এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন, ময়মনসিংহ বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল মাহমুদ।

জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, শেরপুর জেলায় চালু থাকা ৬১টি ইটভাটার মধ্যে ৫৮টিই চলছে অবৈধভাবে। সম্প্রতি উচ্চ আদালত দেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দেয়। ওই নির্দেশ মোতাবেক অবৈধ ইটভাটার তালিকা করে বন্ধের কাজ শুরু করে জেলা পরিবেশ অধিদপ্তর।

এ অভিযানে মেসার্স আরএইচ ব্রিকস(১)কে ৩ লক্ষ টাকা, মেসার্স আরএইচ ব্রিকস(২)কে ৫ লক্ষ টাকা, একেবি ব্রিকসকে ৩ লক্ষ টাকা, জিহান ব্রিকসকে ৩ লক্ষ টাকা, সাউদা ব্রিকসকে ৫ লক্ষ টাকা, সততা ব্রিকস(১)কে ৩ লক্ষ টাকা, সততা ব্রিকস (২)কে ২ লক্ষ টাকা, মদিনা ব্রিকসকে ২ লক্ষ টাকা, লিটন ব্রিকসকে২ লক্ষ টাকা, আরএসবি ব্রিকসকে১ লক্ষ টাকা, মুন ব্রিকসকে ২ লক্ষ টাকা, এ এইচ২৩ ব্রিকসকে ২ লক্ষ টাকা, আশিকা ব্রিকসকে ২ লক্ষ টাকা, এইচএবি ব্রিকসকে ২ লক্ষ টাকা, ইউএনবি ব্রিকসকে ২ লক্ষ টাকা,এএমবি ব্রিকসকে২ লক্ষ টাকা সহ সর্বমোট ৪১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনা সময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আল মাহমুদ, পরিদর্শক সুশীল কুমার দাস সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে ময়মনসিংহ বিভাগের পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল মাহমুদ জানান, আজকের অভিযানে ১৬টি ইটভাটায় ৪১লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভবিষ্যতেও এরকম অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

উল্লেখ্য যে, গেল বছরের ২৮ ডিসেম্বর শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় ৬টি ইটভাটায় ১৮ লক্ষ টাকা জরিমানা আদায় সহ ২টি ইটভাটা ভেঙ্গে দেওয়া হয়েছিল।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন