শেরপুরে যৌথ অভিযানে টাকা ও হেরোইন সহ গ্রেফতার -৩
মোঃজিয়াউল হক , শেরপুর প্রতিনিধি : শেরপুরে সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ৩০গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির নগদ ৬৪ হাজার ৫০ টাকা সহ একি পরিবারের তিন মাদক চোরা কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার
(১২নভেম্বর) রাতে শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের ধোপাঘাট কড়ইতলা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো
সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের ধোপাঘাট এলাকার মৃত সোহরাব আলীর ছেলে মো. হারুনুর রশিদ (৪৫), স্ত্রী মোছা. রোকসানা বেগম (৩৮) এবং তার ছেলে উজ্জল মিয়া (২১)।
গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর ক্যাম্পের সেনাবাহিনী এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মঙ্গলবার রাতে শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের ধোপাঘাট এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে একই পরিবারের তিন সদস্যকে গ্রেফতার করে। পরে তাদের বসতঘরে তল্লাশি করে ৩০ গ্রাম হেরোইন, মাদক বিক্রির নগদ ৬৪ হাজার ৫০ টাকা এবং তিনটি মোবাইল সেট উদ্ধার করে।
শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফয়সাল মাহমুদ
এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে রাতেই শেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।