শেরপুরে র্যাবের অভিযানে
বিদেশী মদ সহ যুবক গ্রেপ্তার
মোঃজিয়াউল হক, শেরপুর প্রতিনিধি : শেরপুরে বিদেশী ১৪ বোতল মদ সহ মো. সম্পদ মিয়া (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১৪,জামালপুর। শনিবার বিকালে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবক জেলার নকলা উপজেলার উরফা কান্দাপাড়া গ্রামের মৃত হাবিল উদ্দিন হাজীর ছেলে।
র্যাব-১৪ এর প্রেস রিলিজ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি চৌকসদল শেরপুর জেলার নালিতাবাড়ী থানাধীন মরিচ পুরান সরকারী পলি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আমদানি নিষিদ্ধ বিদেশী ১৪ বোতল মদসহ সম্পদকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১টি ডিসকভার ১২৫ সিসি মোটর সাইকেল, ২টি এ্যান্ড্রয়েড মোবাইল সেট (সীমসহ) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আমদানি নিষিদ্ধ বিদেশী মদের আনুমানিক বাজার মূল্য ১৪ হাজার টাকা। গ্রেপ্তারকৃত আসামী সম্পদের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মাদক আইনে মামলা দায়েরের পর রবিবার দুপুরে তাকে শেরপুর কোর্টে সোর্পদ করা হয়েছে।