শোকাহত ঈদ!! মোঃ শামীম মিয়া

0
28

শোকাহত ঈদ
“””””””””””””” মো.শামীম মিয়া

করোনা’র ওপর দিয়ে ভর
সবকিছুই করে নড়বড়
তবু এলো ঈদ,
হাসির রাশি নেইকো মুখে
যাচ্ছে দিন দুখে দুখে
হারিয়ে গেছে নিদ।

নেইকো কোথাও শব্দ-সাড়া
আতংক আজ করছে তাড়া
জীবন কঠিন- নিঃশ্ব,
হয়না এখন আগের মতন
ভাবের কথন হচ্ছে পতন
অসহায় এক বিশ্ব।

তবুও চাঁদ দিচ্ছে উঁকি
কেহ কেহ নিচ্ছে ঝুঁকি
নাড়ির টানে ছুটছে,
উপোস কারো জীবনযাপন
কেউ নয়কো কারো আপন
বৃথাই শুধু ছুটছে।

পড়তে হবে নামাজ ঘরে
কষ্ট জমা থরে থরে
সব যে এলোমেলো,
শিশুমনে নেই কোলাহল
চোখের কোনে গড়াই জল
শোকের ঈদি এলো।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন