শ্রমিকরা সবাইকে জিম্মি করে রাখবে এটা হতে পারেনা-এরশাদ

0
25

প্রধামন্ত্রীকে উদ্যোগ নিতে আহবান জানিয়েছেন বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ। জি নিউজ ডেস্কঃ ঢাকা, ০৪ আগষ্ট’১৮, শনিবার। সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, শ্রমিকরা সবাইকে জিম্মি করে রাখবে এটা হতে পারেনা। বাস না বচললে না চলুক। প্রয়োজনে বাসে চড়া বন্ধ করতে হবে, বিকল্প বের করতে হবে। কিন্তু শ্রমিকদের হাতে আর জিম্মি হওয়া চলবেনা। এজন্য প্রধামন্ত্রীকে উদ্যোগ নিতেও আহবান জানিয়েছেন হুসেইন মুহম্মদ এরশাদ। শনিবার সকালে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে জাতীয় আউনজীবি ফেডারেশনের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করছিলেন হুসেইন মুহম্মদ এরশাদ। প্রধান অতিথির বক্তৃতায় হুসেইন মুহম্মদ এরশাদ আরো বলেন, এদেশে গাড়ি চালাতে হলে অবশ্যই শ্রমিকদের আইন মানতে হবে। এজন্য সরকারকে আরো দায়িত্বশীল হতে আহবান জানান। এ প্রসঙ্গে হুসেইন মুহম্মদ এরশাদ আরো বলেন, ছাত্রদের চলমান আন্দোলন কোন রাজনৈতিক ইস্যু নয়, নিরাপদ সড়কের দাবিতে এই আন্দোলন। এটা তাদেও বাঁচতে চাওয়ার আন্দোলন। ছাত্রদের চলমান আন্দোলনে সমর্থন জানিয়ে তিনি বলেন, ছাত্রলীগের কর্মীরা আন্দোলনরত শিশুদের ওপর যে হামলা করেছে তা খুবই দুঃখজনক। প্রতিদিন মৃত্যুও মিছিল বড় হচ্ছে, এমন দেশের মুক্তিযুদ্ধ হয়নি। তিনি প্রশ্ন রেখে বলেন, বাঁচার দাবিতে রাজপথে ছাত্ররা আন্দোলন করবে, এমন দেশের জন্য কি মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছিলেন ? মানুষের জীবনের যেনো কোন মূল্য নেই। হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, দেশে খুন, গুম, সন্ত্রাস, নৈরাজ্য চলছে… এভাবে দেশ চলতে পারেনা। ছাত্ররা জেগে উঠেছে, সাধারন মানুষ জেগে উঠেছে। এবার আমাদেরও জেগে উঠতে হবে। দেশের মানুষকে বাঁচাতে হবে। দেশে সুশাসন ফিরিয়ে দিতে আমাদের দায়িত্ব নিতে হবে। তিনি বলেন, মানুষ জাতীয় পার্টির ন’বছরের শাসনামলকে স্বর্নযুগ মনে করে। সাধারন মানুষ জাতীয় পার্টির শাসনামলে ফিওে যেতে চায়। আমরা উন্নয়ণ আর ভালোবাসা দিয়ে মানুষকে জয় করেছি। বক্তৃতায় হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, একটি দিনও শান্তি কাজ করতে দেয়নি আওয়ামী লীগ ও বিএনািপ। ৯ বছওে ৩৭০ দিন হরতাল দিয়েছিলো, কিন্তু আমাদের উন্নয়ণ কর্মকান্ড থামিয়ে দিতে পারেনি। বিএনপি ক্ষমতায় গিয়ে জিয়া হত্যার বিচার চেয়ে মামলা করেনি। ১৪ বছর ৯ মাস পরে মঞ্জুর হত্যা মামলায় আমাকে আসামী করে। অথচ এজাহারে আমার নাম ছিলোনা। আবার আমাদের সমর্থন পেয়ে ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতার স্বাদ পেয়েছে। তারা ক্ষমতায় গিয়ে আমার দলকে ভেঙেছে, আমাদের বঞ্চিত করেছে। বলেন কোটি কোটি বেকারের কাজ নেই, মানুষ রাস্তার পাশে ঘুমায়। কিন্তু দেশ নাকি উন্নয়ণের মহাসড়কে। জাতীয় আইনজীবী ফেডারেশনের আহ্বায়ক অ্যাড. শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, পার্টিও মহাসচিব বীরমুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সহ-সভাপতি অ্যাড. বাসেতমজমদার, অ্যাড. ইয়াহিয়া, অ্যাড. পরিমল কুমার বিশ^াস, জাতীয় পার্টিও ভাইস চেয়ারম্যান অ্যাড. গিয়াসউদ্দিন, যুগ্ম-মহাসচিব অ্যাড. তোফাজ্জল হোসেন, সাংগঠনিক অ্যাড. মোঃবখতিয়ার উদ্দিন খান ইকবাল, অ্যাড.আব্দুল হামিদ ভাষানী, অ্যাড.হাবিবুররহমান বাচ্চু, অ্যাড. ড, ফরিদ উদ্দিন, অ্যাড. আব্দুররশীদ, অ্যাড. সোহরাব হোসেন, অ্যাড. কাইয়ুম, অ্যাড. আব্দুল লতিফ শেখ। সম্মেলনে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, উপদেস্টা মন্ডলীর সদস্য সৈয়দ দিদারবখত, অ্যাড. রেজাউল ইসলাম ভুইয়া, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু, জহিরুল ইসলাম জহির, নুরুল ইসলাম নুরু, আলমগীর সিকদার লোটন, যুগ্ম-মহাসচিব আশরাফ সিদ্দিকী, সম্পাদক মন্ডলীরসদস্য মোঃ জসিম উদ্দিন, ফকরুল আহসান শাহজাদা, হেলালউদ্দিন, মোঃ বেলাল হোসেন, এমএ রাজ্জাক খান, শারমিন পারভীন লিজা, সৈয়দা পারভীন তারেক, মনোয়ার ,আবু তাহের মানু, অ্যাড. নজরুল ইসলাম সোনা, অ্যাড. লাকী বেগম, মাহমুদ আলম, অ্যাড. আবু তৈয়ব, অ্যাড. মাহবুব আলম বাচ্চু, অ্যাড. মাহতাব উদ্দিন, অ্যাড. এসএম মাসুদুর রহমান, অ্যাড. এএইচ এম গোলাম শহীদ রঞ্জু, অ্যাড. মাহিলা আফরোজ, অ্যাড. সালমা জেছমিন, ব্যারিস্টার কামরুজ্জমান, মোঃ সোলায়মান সামি, অ্যাড. মাহবুবুল আলম, অ্যাড. নিরঞ্জন, অ্যাড. ফয়জুর রহমান শাহিন,অ্যাড.মাহবুব আলম শামীম।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন