শ্রীপুরে অগ্নিকাণ্ড প্রায় ১০ লাখ টাকার ক্ষতি

0
32

শ্রীপুরে রাজাবাড়ী অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

শ্রীপুর প্রতিনিধি:
শ্রীপুর (গাজীপুর) : গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের নালিয়াটেকি গ্রামে ২টি বসতঘর আগুনে পুড়ে নগদ ৩ লাখ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

২০ নভেম্বর রবিবার বিকেল ৩টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
বাড়ির মালিক মাসুদ রানা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বাড়ির ২টি ঘরের সিলিংয়ে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

এমতাবস্থায় বিভিন্ন ঘরে থাকা নগদ ৩ লাখ টাকা, স্বর্ণালংকার এবং আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
আগুনে মোট ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাড়ির মালিক মাসুদ রানা ।

আগুন লাগার খবর শুনে আশপাশের লোকজন ৯৯৯ ফোন করে কাপাসিয়া ফায়ার সার্ভিস স্টেশন খবর দেয়। ২ ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
তবে হতাহতের কোন খবর পাইনি।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন