নিজস্ব প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার গাড়ারন গ্রাম থেকে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।আজ ২৩ মে বুধবার দুপুরে উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারন ঘুন্টিঘর রেলগেইট এলাকা থেকে অজ্ঞাত যুবকের (২৮) মৃতদেহ উদ্ধার করে শ্রীপুর থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানাযায়, মঙ্গলবার রাতে ছেড়া কাপড়ের বস্তা সহ ঘুন্টিঘর এলাকার আব্দুস সালামের রেদুয়ান জেনারেল ষ্টোর এন্ড কফি হাউজের দোকানের বারান্দায় অপরিস্কার কাপড় পড়া পাগল বেশে এক ব্যক্তি ঘুমিয়ে ছিলেন।তারা ওই ব্যক্তিকে প্রায়ই শ্রীপুরের বিভিন্ন স্থানে ময়লা বস্তা নিয়ে ঘুরতে দেখেছেন। সকালে দোকানের বারান্দায় ওই ব্যক্তির মৃতদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমূল সাকিব জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে সকালে লাশ উদ্ধার করা হয়েছে। এখনও তার পরিচয় জানা যায়নি। প্রাথমিক তদন্তে তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।