শ্রীপুরে অজ্ঞাত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার!

0
102

শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে কাঁঠাল গাছের ডাল থেকে অজ্ঞাত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার বরমী ইউনিয়নের ভিটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

শ্রীপুর থানার (উপ-পরিদর্শক) এসআই মাহমুদুল হাসান জানান, ‘বরমী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমানের কাঁঠাল বাগানে গ্রামের লোকজন পাতা কুড়াতে গিয়ে গাছের সাথে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে খবর দিলে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়।’ ‘প্রাথমিক ভাবে ধারনা হচ্ছে সে আত্মহত্যা করেছে। তবে ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় লোকজনের ধারণা, অন্য স্থানে হত্যা করে লাশ গোপন করার জন্য ঝুলিয়ে রেখেছে।’

কোন মন্তব্য নেই