শ্রীপুরে অটোরিকশা চাপায় নিহত-১

0
135

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বেপরোয়া গতির অটোরিকশার নিচে চাপা পড়ে এক নারী শ্রমিক নিহত হয়েছেন ।

শনিবার(২১ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে শ্রীপুর পৌর গড়গড়িয়া মাস্টারবাড়ী (শ্রীপুর-মাস্টারবাড়ী আঞ্চলিক সড়কের) এলাকার মিতা টেক্সটাইল গেইট সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহত কল্পনা আক্তার (৩৭) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার খানপুর গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার স্ত্রী।সে মাওনা চৌরাস্তা এলাকার জনৈক মোজাম্মেলের বাড়ীতে ভাড়া থেকে মাস্টারবাড়ী ডেনিম্যাক লিমিটেড নামক কারখানায় চাকুরি করতো।

স্থানিয়রা জানায়, প্রতিদিনের ন্যায় শনিবার বিকেলে কারখানা ছুটির পর সহকর্মীদের সাথে রাস্তার পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন কল্পনা । এসময় মিতা টেক্সটাইলের গেইট সংলগ্ন স্থানে পৌছালে পিছন দিক থেকে আসা বেপরোয়া গতির একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে চাকার নিচে পড়ে মাথার পিছনে গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখাকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার মঈনুল আতিক জানান, মহিলাটির মাথার পিছনে গুরুতর আঘাত ছিল। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

কোন মন্তব্য নেই