শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে এক অটোরিকশা মালিকের অভিযোগের ভিত্তিতে শনিবার (৯ মার্চ) ভোর রাতে অভিযান চালিয়ে দুুইজন অটোরিকশা, ইজিবাইক, মিশুক চোর কে গ্রেফতার করেছে পুলিশ। এসময় গ্রেফতারকৃত চোরের দেওয়া তথ্যের ভিত্তিতে ৫টি চুরিকৃত অটোরিকশা, ইজিবাইক, মিশুক আশুলিয়া কুন্ডুলবাগ ভূইয়া পাড়া শহিদুলের গ্রেরেজ হইতে উদ্ধার করা করা হয়।
গ্রেফতারকৃত রাজ (৩৮) রংপুর জেলার কোতোয়ালি থানার বাবুপাড়া গ্রামের মৃত শফিকুল কবিরের ছেলে এবং কালু মিয়া নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানার বুলাইবো গ্রামের মৃত ইছব আলীর ছেলে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম মোল্লা বিপিএম জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরুকরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চোর চক্রের দুই সদস্য কে গ্রেপ্তার করা হয়।পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অটোরিকশা গুলো উদ্ধার করা হয়।জিজ্ঞাসাবাদে তারা প্রাথমিক ভাবে শিকার করে তিন জনের একটি গ্রুপ বড়সাহেব সেঁজে অটোরিকশা ভাড়া করে কিছুদূর যাওয়ার পর কোন বাসা দেখিয়ে রেখে আসা চাবির জন্য অথবা দোকানে অটোর ড্রাইভারকে কিছু কিনে আনতে পাঠিয়ে দিয়ে আভিনব কায়দায় নাটক সাঁজিয়ে ড্রাইভারদের বোকা বানিয়ে অটোরিকশা, ইজিবাইক, মিশুক ছিনতাই করে নিয়ে যায়।