শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর উপজেলায় একদিন বয়সী এক শিশু সন্তানকে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে।
গত ৭ জানুয়ারি সোমবার মাওনা ইউনিয়নের মাওনা উত্তপাড়া গ্রামের সাহেদ আলীর ছেলে মোমেন মিয়ার স্ত্রী হুসনা আক্তার মাওনা বাজারের সুনিলের হাসপাতালে একটি পুত্রসন্তান প্রসব করেন।
মোমেন মিয়ার দেয়া তথ্য মতে, শিশুটিকে বরন পোষন করতে না পারায় এমনিতেই দিয়ে দেওয়া হয়েছে। শিশুর বিষয়ে কোন টাকা নেওয়া হয়নি। তবে উনি এক বস্তা চাউল আর চার হাজার টাকা দিয়ে গেছে।
জানা যায়, উপজেলার ইউনিয়নের মাওনা উত্তপাড়া গ্রামের সাহেদ আলীর ছেলে মোমেন মিয়ার সংসারে অভাবের কারনে সন্তানদের কে বরন পোষন করতে না পেরে টাকার জন্য বিক্রি করে দেয়। মোমেন মিয়া একজন দৃষ্টি প্রতিবন্ধি পেশায় ভিক্ষুক, তার আরো পাঁচটি সন্তান রয়েছে।
শিশুটির মা হুসনা বেগম জানান, আমাদের অভাবের সংসারে সন্তানদের ঠিক মতো খাবার দিতে পারিনা, এই জন্য তাঁর বাবা এই সন্তানকে এমনিতেই দিয়ে দিয়েছে। কিন্তু আমার স্বামী সবাইকে বলে দিয়েছে ওই সন্তানের প্রতি আমাদের কোন দাবী নেই।
উপজেলার মাওনা ইউনিয়নের বদনী ভাংগা গ্রামের ছাত্তার মিয়ার সংসার জীবনে দুই বিয়ে করেন,তার দীর্ঘদিন সন্তান না হওয়ায় এর আগেও প্রথম স্ত্রী ঢাকার কোন এক হাসপাতাল থেকে এনে একটি ছেলে সন্তান লালন পালন করে আসছে। ছাত্তার মিয়ার দ্বিতীয় স্ত্রীরও সন্তান না হওয়ায় মিনারা বেগম মোমেন মিয়া শিশুটি লালন পালন কারা জন্য নিয়ে যান।
ছাত্তার মিয়ার দ্বিতীয় স্ত্রী মিনারা বেগম বলেন, মোমেন মিয়ার আরো পাঁচ জন সন্তান রয়েছে। তাদের পরিবারে অনুমুতিক্রমে এই শিশুটিকে আমার কাছে দিয়েছে। তবে তাদের সাথে কোন প্রকার লিখিত চুক্তিনামা করা হয়নি।