শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায়, সাবেক এমপি ও মন্ত্রী মরহুম এ্যাড. মোঃ রহমত আলীর ছেলে গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ জামিল হাসান দূর্জয় এর পক্ষে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। দেশের বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে কর্মহীন ও হত দরিদ্র ৩ শত পরিবারে মাঝে (চাউল,ডাওল,তৈল, আলু,পেয়াজ, সাবান) খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
শনিবার ৪ এপ্রিল সকাল ১০ টায় উপজেলার রাজাবাড়ী ইউনিয়নে ৩ শত গরীব, দূঃখী ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন রাজাবাড়ীর কৃতি সন্তান শ্রীপুর উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ কমর উদ্দিন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী বিশ্ব বিদ্যালয়ের সাবেক ভিপি মোঃ আহসান উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম নূরু, বীর মুক্তিযোদ্ধা সুলতান উদ্দিন সহ রাজাবাড়ী ইউনিয়ন আওয়ামিলীগ, যুবলীগ, কৃষকলীগ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ কমর উদ্দিন বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাস বিশ্বে মহামারী আকার ধারন করেছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সকলকে ঘরে থাকতে আহ্বান জানিয়েছেন এবং গরীব অসহায় মানুষের যেন খাবারের কোন কষ্ট না হয় সকলকে খাবার সামগ্রী বাড়ি বাড়ি পৌঁচ্ছে দিচ্ছেন। তার ধারাবাহিকতায় প্রিয় নেতা মোঃ জামিল হাসান দূর্জয় ভাইয়ের পরামর্শে রাজাবাড়ী ইউনিয়নের প্রায় ৩ শত গরীব, দূঃখী ও অসহায় মানুষকে এাণ পৌঁচ্ছে দিয়েছি। আমরা এই ত্রাণ তৎপরতা অব্যাহত রাখবো। সকলেই সরকারী নির্দেশনা মেনে চলুন।