শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে করোনা ভাইরাস সংক্রমন রোধে কর্মহীন অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন গাজীপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু আক্তার হোসেন (ভুলু খাঁন)।
রোববার ৫ এপ্রিল রাতে তিনি শ্রীপুর পৌর এলাকার ১ ও ২ নং ওয়ার্ডে গরীর, অসহায় ও কর্মহীন মানুষের বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁচ্ছে দিয়েছেন।খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাউল,ডাওল,তৈল, আলু,পেয়াজ, সাবান ইত্যাদি।
বীর মুক্তিযোদ্ধা আবু আক্তার হোসেন ভুলু খাঁন জানান, করোনা ভাইরাস সংক্রমণ রোধে সারা দেশে চলছে অঘোষিত লকডাওন। এতে বিপাকে পরেছে গ্রামের কর্মহীন হত দরিদ্র মানুষ গুলো।আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সঠিক সময়ে সঠিক সিন্ধান্ত নিয়েছে। সকলেই সরকারি সকল নির্দেশনা মেনে চলুন। নিজ ঘরে থাকুন, জরুরী প্রয়োজন ছাড়া কেউ নিজ বাড়ি থেকে বের হবেনা। বাহিরে বের হলে অবশ্যয় মাস্ক ব্যবহার করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, নিজে সচেতন থাকুন,অপরকে সচেতন করুন।