শ্রীপুরে আইন শৃঙ্খলা ও উপজেলা মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

0
42

শ্রীপুরে আইন শৃঙ্খলা ও উপজেলা মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আমান উল্লাহ, ব্যাুরো চীফ গাজীপুর:: গাজীপুরে শ্রীপুর উপজেলায় আইন শৃঙ্খলা ও উপজেলা মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৩ মে সকাল ১১ টায় শ্রীপুর উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. সামছুল আলম প্রধানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরার সঞ্চালনায় প্রধান উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা আ.লীগের সাধারন সম্পাদক ও গাজীপুর- ৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,শ্রীপুর পৌর মেয়র আলহাজ্ব আনিছুর রহমান, মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার মেজবা, শ্রীপুর থানার ওসি (অপারেশন) আবুল কালাম,বরমী ইউপি চেয়ারম্যান শামসুল হক বাদল সরকার, তেলিহাটি ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার, গোসিংগা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান সরকার সহ উপজেলার বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা বৃন্দ।

এসময় ইকবাল হোসেন সবুজ এমপি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে মাদক সেবনকারী আর বিক্রয়কারী কাউকে ছাড় দেওয়া হবেনা। আমার কোন কর্মী যদি মাদকের সাথে যুক্ত থাকে এবং মাদকের কোন আসামীকে পুলিশ গ্রেফতার করলে তার হয়ে সুপারিশ করলে তাকেও কোন ছাড় দেওয়া হবেনা। পরে অনুষ্ঠান শেষে টিএর প্রকল্পের অনুদানের ৮৭ লাখ টাকার চেক বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন