শ্রীপুরে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার

0
55

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে শ্রীপুর মডেল থানা পুলিশ।

বুধবার (২৭ ফেব্রুয়ারী) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আন্তঃজেলা ডাকাত দলের সদস্যরা হল, ১। মোঃরাজিব শ্রীপুর উপজেলার বারোতোপা গ্রামের পিতা মোঃ চান মিয়ার ছেলে। ২। আপেল সরকার (২৩) নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার রাজাপুর গ্রামের নেপাল সরকারের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম মোল্লা বিপিএম জানান, বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারী) ডাকাতদের জিজ্ঞাসাবাদে দেখানো ও তথ্য মোতাবেক শ্রীপুর থানাধীন আনসার রোড এলাকা হইতে ৮ ভরি রুপা এবং ৪ আনা স্বর্ণ উদ্ধার করা হয়। মোঃ রোকন মির নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার পূর্ব বাজার গ্রামে তার বাড়ি।ডাকাতি করা মালামাল নিজ হাতে বাহির করে দেওয়া মতে জব্দ করে তাকে গ্রেফতার করা হয়। আসামী রাজীব ও আপেল সরকার বিজ্ঞ আদালতে গত ১৭ ফেব্রুয়ারী শ্রীপুর থানাধীন বারতোপা ফুলনেরছিট গ্রামের মোঃ চৌধুরী হাসান সোহেল (সাকিল) এর বাড়ীতে ডাকাতির ঘটনা স্বীকার করে বিজ্ঞ আদালতে কাঃ বিঃ ১৬৪ ধারায় জবানবন্দি দেন।বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারী) বিজ্ঞ আদালত জনাব মোঃ শরিফুল ইসলাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নং ৩ গাজীপুরে তাদের হাজির করা হয়।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদুল ইসলাম জানান, তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাহাদের বিরুদ্ধে ময়মনসিংহ সহ বিভিন্ন জেলায় ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন