শ্রীপুরে আন্তঃস্কুল ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে, আহত ১০

0
73

গাজীপুরের শ্রীপুর উপজেলায় আন্তঃস্কুল ফুটবল খেলা নিয়ে সংঘর্ষের ঘটনায় ১০ শিক্ষার্থী আহত হয়েছে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জৈনা বাজার-কাওরাইদ সড়কে বলদিঘাট বাজারে বেশ কিছু যানবাহনে হামলা চালিয়ে ভাঙচুর চালিয়েছে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

রোববার (২২ জুলাই) দুপুরে কাওরাইদ কেএন উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাওরাইদ কেএন উচ্চ বিদ্যালয় ও বলদিঘাট জান মাহমুদ উচ্চ বিদ্যালয়ের মধ্যে আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল খেলা চলছিল। খেলার দ্বিতীয় অর্ধের আগেই এক গোলে এগিয়ে যায় বলদিঘাট জান মাহমুদ উচ্চ বিদ্যালয়। খেলার শেষের দিকে রেফারির দেয়া একটি সিদ্ধান্ত নিয়ে কাওরাইদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা রেফারির ওপর ক্ষুব্ধ হয়।খেলা বলদিঘাট জান মাহমুদ উচ্চ বিদ্যালয় জয়ী হলে, বাড়ি ফেরার পথে কাওরাইদ অতিক্রম করার সময় বহিরাগতদের সহযোগিতায় কাওরাইদ কেএন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা হামলা চালায়।এ সময় ১০ শিক্ষার্থী আহত হয়। খবর পেয়ে বলদিঘাট জান মাহমুদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জৈনা বাজার-কাওরাইদ সড়ক অবরোধ করে বিক্ষোভ পদর্শন করে কয়েকটি যানবাহন ভাঙচুর করে।

বলদিঘাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ওমর ফারুক বলেন, খেলা শেষে আমরা জয়ী হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। পথিমধ্যে কাওরাইদ কেএন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের ওপর হামলা চালায়। হামলায় আমাদের ১০ শিক্ষার্থী আহত হয়। তাদেরকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

কাওরাইদ কেএন উচ্চ বিদ্যালয়ের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হাসান বলেন, এ হামলার সাথে কাওরাইদ কেএন উচ্চ বিদ্যালয়ের কোন শিক্ষার্থী জড়িত নয় বহিরাগতরা এ ঘটনা ঘটিয়েছে।

কাওরাইদ ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয়েছে। পরে আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই