শ্রীপুরে আন্ত:জেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার

0
210

শ্রীপুর আন্ত:জেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে উপজেলায় আন্ত:জেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ।

রোববার ২১ জুলাই ভোর ৩টার দিকে পৌর এলাকার বেড়াইদের চালা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার রাজৈ গ্রামের ইছব আলীর ছেলে সুজন মিয়া (৩৮) এবং রবগুনা জেলার বামনা উপজেলার বামনা মোল্লা বাড়ীর সাথের গ্রামে আব্দুর রশিদের ছেলে সাইফুল ইসলাম ওরফে জামাই সাইফুল। বর্তমানে বেড়াইদের চালা বসবাস করছে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম মোল্লা বিপিএম জানান, গত ৫ মে রাত আড়াইটার দিকে মামলার বাদী মো: বাদল মোল্লা কেওয়া পশ্চিম খন্ড প্রশিখার মোড়,শ্রীপুর গাজীপুর তাহার বাড়ীতে দূরদর্শী ডাকাতির ঘটনায় শ্রীপুর থানায় অজ্ঞাত নামা আসামীদের নামে মামলা দায়ের করেন।শ্রীপুর থানার মামলা নং ১৬ তাং৫/৫/১৯ ধারা ৩৯৫/ ৩৯৭ দ:বি:।তারপর মামলা তদন্ত ভার আমাকে দিলে আমি মামলার তদন্ত শুরু করি গাজীপুরের পুলিশ সুপার জনাব শামসুন্নাহার পিপিএম বার এবং অতিরিক্ত পুলিশ সুপার জনাব গোলাম সবুর স্যারের নির্দেশনায় ও অফিসার ইনচাজ লিয়াকত আলীর সার্বিক সহযোগিতায় ২১ জুলাই ভোরে তাদের গ্রেফতার করি।পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরন করাহয়।উক্ত আসামীরা বিজ্ঞ আদালতে ১৬৪ ধারা মতে স্বীকারক্তি মুলক জবানবন্দি দেয়।

কোন মন্তব্য নেই