শ্রীপুরে আন্তজেলা ডাকাত দলের চার সদস্য গ্রেফতার

0
42
 শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে আন্তজেলা ডাকাত দলের ডাকাতি কাজে ব্যবহিত প্রাইভেট কার সহ চার ডাকাত গ্রেফতার করে শ্রীপুর থানা পুলিশ। মঙ্গলবার (১৩ নভেম্বর) তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, ১। মামুন(৩০) পিতা মৃত তরাব আলী সাং থানা মাধবপুর জেলা হবিগন্জ ২।মো: সামছুল পিতা ৩। সোহাগ (২৫) পিতা উভয় সাং বেহাইর খানা ও জেলা বি-বাড়ায়া ৪।মোমিন (৩২) পিতা সাং পাঁচবির থানা নান্দাইল জেলা ময়মনসিংহ। শ্রীপুর থানার উপ-পরিদর্শক এসআই শহিদুল ইসলাম মোল্লা জানান, আন্তজেলা ডাকাত দলের সদস্য ডাকাতি কাজে ব্যবহিত প্রাইভেট কার সহ চার ডাকাত গ্রেফতার করা হয়।এদের বিরুদ্ধে গাজীপুর, কুমিল্লা, হবিগঞ্জ বি বাড়ায়া, ময়মনসিংহ সহ বিভিন্ন জেলার থানাতে ১০/১২ টি করে ডাকাতি সহ আন্যান্য মামলা আছে।

কোন মন্তব্য নেই