শ্রীপুরে আ.লীগের তথ্য বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৪৯ তম জন্মদিন পালিত

0
38

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার পুত্র ও তার তথ্য বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৪৯ তম জন্মদিন পালন করা হয়েছে।

২৭ জুলাই রাত ৮ টায় শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে শ্রীপুর পৌর আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে মোমবাতি জ্বালিয়ে কেক কেটে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান পালন করা হয়েছে।

শ্রীপুর পৌর আওয়ামীলীগ নেতা আব্দুল মালেক মিতুর সভাপতিত্বে ও শ্রী কৃষ্ণ বাসফোরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এড.মোঃ সামসুল আলম প্রধান,শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ,শ্রীপুর পৌর আওয়ামীলীগের নেতা নূরে আলম মোল্লা।পরে সজীব ওয়াজেদ জয়ের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রীপুর পৌর যুবলীগ নেতা নাজমুল হাসান, গোসিঙ্গা ইউনিয়ন যুবলীগ নেতা ইউসুফ প্রধান, পৌর যুবলীগ নেতা তরুন আইনজীবী প্রদীপ বাসফোর, মিনহাজ খান, উপজেলা শ্রমিকলীগ নেতা টাইগার শহিদ, গোসিঙ্গা ইউনিয়ন যুবলীগ নেতা মাসুম বিল্লাহ, রানা প্রমুখ।

কোন মন্তব্য নেই