শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ আসন্ন উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদে তৃতীয় দফা প্রার্থী তালিকা ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভায় এ প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।এর অংশ হিসাবে গাজীপুরের শ্রীপুরে দলীয় ভাবে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুল জলিলের নাম ঘোষনা করা হয়।
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দলীয় মনোনয়নের বাইরেও কোন আওয়ামীলীগ কর্মী নির্বাচনে অংশগ্রহন করতে চাইলে তাকে সাধুবাদ জানোনো হবে- এমন ঘোষনা পর সোমবার (২৫ ফেব্রুয়ারী) আওয়ামীলীগের অপর প্রার্থীরা ক্ষোভ প্রকাশ করে তৃণমূল পর্যায় থেকে উপজেলা আওমীলীগের সভাপতি আলহাজ্ব এ্যাড. শামসুল আলম প্রধানকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহনের অনুরোধ করেন।পরে শ্রীপুর উপজেলা ডিবি রোডে অবস্থিত আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এক সভার মধ্যদিয়ে তৃনমূল আওয়ামীলীগের সর্বসম্মতিক্রমে উপজেলা নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাবেক ছাত্রনেতা, তৃনমূল আওয়ামীলীগের পছন্দের প্রার্থী ও শ্রীপুর উপজেলার আওয়ামীলীগের সভাপতি জনাব, এ্যাড. সামসুল আলম প্রধান এর নাম ঘোষনা করা হয়েছে।
উক্ত সভায় উপজেলা আ’লীগের সভাপতি এড. শামসুল আলম প্রধানের সভাপতিত্বে ও জেলা আ’লীগের নাট্য ও সাংস্কৃতিক সম্পাদক কফিল উদ্দিন মন্ডলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সহ সভাপতি আবু আক্তার হোসেন খান ভুলু, সাফিজ উদ্দিন মন্ডল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আইয়ুব হাসান ভূইয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন ভূইয়া, গাজীপুর জেলা আ’লীগ নেতা মাহতাব উদ্দিন, তেলিহাটি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার, হুমায়ুন কবির হিমু, মফিজুল হক, বীরমুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ ফকির, আবুল কালাম আজাদ, যুবায়ের শিকদার, তারেক হাসান বাচ্চু প্রমূখ সহ অন্যান্য নেতৃবৃন্দ ।