শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে গাজীপুরের শ্রীপুরে উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আব্দুল জলিল বিএ কে আবারও মনোনীত করায় তৃণমূলে নেতাকর্মীরদের মাঝে উৎসাহের সৃষ্টি হয়েছে।
সোমবার (২৫ ফেব্রুয়ার) দুপুরের পর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাষ্টার বাড়ি এলাকায় পুস্পদামের সামনে নেতা-কর্মীদের ঢল নামতে থাকে। অপেক্ষা করতে থাকে তাদের প্রিয় নেতা আলহাজ্ব আব্দুল জলিলের জন্য। পরে বিকেলে নৌকা মার্কার প্রার্থীর পক্ষে উপজেলা আওয়ামীলীগের দলীয় নেতা-কর্মীরা বিশাল মোটরসাইকেল শো-ডাউন করেছে।
এসময় উপস্থিত নেতা-কর্মীরা মাষ্টারবাড়ী এলাকা থেকে জৈনা বাজার পর্যন্ত মটরসাইকেল শোডাউন করে মাওনা চৌরাস্তা এলাকায় এক কর্মীসভা ও দোয়া মাহফিলে অংশগ্রহ করেন।এসময় উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।