শ্রীপুরে উপজেলা নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন পত্র জমা দিলেন আব্দুল জলিল

0
68

শ্রীপুর( গাজীপুর) প্রতিনিধিঃ আসন্ন উপজেলা নির্বাচনে গাজীপুরের শ্রীপুর চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী সাবেক ও সফল ছাত্রনেতা তিন তিনবার নির্বাচিত তেলিহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ্ব মোহাম্মদ আব্দুল জলিল (বি এ)।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারী) দুপুর ১২ টা থেকে শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ অফিস কার্যালয়ে বিভিন্ন ইউনিয়ন পর্যায় থেকে দলীয় নেতা-কর্মীরা ব্যানার ও প্লেকার্ড হাতে নিয়ে বাধ্য যন্ত্র বাজিয়ে মিছিল করে ঝড়ো হতে থাকেন। পরে আলোচনা সভার ও দোয়া মাহফিল শেষে দুপুরে উপজেলা নির্বাচন কমিশনার সুলতানা এলিনের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন।

এসময় আব্দুল জলিল সাংবাদিকদের বলেন, নৌকা হল স্বাধীনতার প্রতীক জননেত্রী শেখ হাসিনা আমাকে পুনরায় নৌকা প্রতীক দেওয়ায় নেতাককর্মী ও শ্রীপুরবাসী আনন্দিত, জনগনের সেবায় ছিলাম আছি থাকবো ইনশাআল্লাহ শ্রীপুরের জনগন আমাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করবে বলে আমি শতভাগ আশাবাদী।

শ্রীপুর পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম মন্ডল বুলবুলের সভাপতিত্বে আলোচনাসভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. জাকির হোসেন মামুন, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন মৃধা (জর্জ), তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আঃ সাত্তার আবুল।সাবেক ভিপি আহসান উল্লাহ, গোসিঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান সরকার, মাওনা ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন, বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদল সরকার। উপজেলা যুবলীগের সভাপতি কমর উদ্দিন,সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জামান। কৃষকলীগের সভাপতি কবির সরকার, সাধারন সম্পাদক আইনুল হাসান, সেচ্ছাসেবকলীগের সভাপতি শফিকুল ইসলাম, জাহাঙ্গীর মোড়ল, নুরুজ্জামান, ছাত্রলীগের সভাপতি জাকিরুল হাসান (জিকু) সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, প্রমুখ।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সূত্রে জানা যায়, ২৬ ফেব্রুয়ারী বিকেল পর্যন্ত চেয়ারম্যান পদে দুইজন, ভাইস চেয়ারম্যান পদে ৭জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন মনোনয়ন পত্র দাখিল করেন।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন