শ্রীপুরে একটি বিদ্যুৎতের খুটির জন্য ১শত পরিবার অন্ধকারে ; এলাকাবাসীর মানববন্ধন
খন্দকার মাসুদ রানা, স্টাফ রিপোর্টার:: গাজীপুরের শ্রীপুরে রাস্তার পার্শ্বে বিদ্যুৎতের খুটি স্থাপনা করতে না দেয়ায় মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার ১৩ মে বেলা ১২টায় বরমী ইউনিয়নের নিহালিয়া গ্রামে এ মানববন্ধন করেছে এলাকাবাসী।
মানববন্ধনে অংশ নিয়ে স্থানীয় এলাকাবাসী জানান, যখন আমাদের এই সরকার বিদ্যুৎ উৎপাদনে ব্যাপক সাফল্য অর্জন করেছে। আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার ‘গ্রাম হবে শহর’ এ স্লোগানকে সামনে রেখে শেখ হাসিনার সরকার কাজ করছে। শহরের সুবিধা এখন গ্রামে পাওয়া যাচ্ছে। আগামী পাঁচ বছরে দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে। ঠিক সেই সময়ে স্থানীয় জামাল ও কামাল দুই ভাই মিলে বিদ্যুতের খুটি স্থাপনে বাধা প্রধান করে প্রায় ১শত পরিবারকে বিদ্যুৎ থেকে বঞ্চিত করছে।
অথচ একটি মাত্র খুটির জন্য উক্ত এলাকার প্রায় ১শত পরিবার বিদ্যুৎ ছাড়া এ গরমে মানবেতর জীবন যাপন করছে। সব থেকে বেশি কষ্ট পাচ্ছে বৃদ্ধ এবং শিশুরা। তাই তারা প্রশাসনের কাছে দাবী জানাচ্ছি যে, অনতিবিলম্ভে বিদ্যুতের খুটি স্থাপনে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য।