শ্রীপুরে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক-১

0
24

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে সাত মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে ধর্ষেণের অভিযোগে উজ্জল মিয়া (৩২)কে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়া গ্রামের সেলিম মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

ধর্ষনের অভিযোগে আটক উজ্জল মিয়া মানিকগঞ্জ জেলার সদর থানার নয়ন কান্দি গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে। সে মাওনা উত্তরপাড়া গ্রামের শামীম মিয়ার বাড়িতে ভাড়া থেকে ইলেক্ট্রিক মেস্ত্রী হিসেবে কাজ করতেন।

অভিযােগ সূত্রে জানা যায়, ভিকটিমের স্বামী সৌরভ মিয়া একই এলাকার সেলিম মিয়ার বাড়িতে ভাড়া থেকে উজ্জল এর সাথে ইলেক্ট্রিকের কাজ করতাে।এই সুবাদে তাদের বাড়িতে আগে থেকেই আসা-যাওয়া ছিল উজ্জলের।গত ৭ জুলাই ভিকটিমের স্বামী সৌরভ মিয়া গত ৭ জুলাই ভুক্তভোগীর স্বামী বাড়িতে না থাকায় উজ্জল মিয়া রাত আনুমানিক ১০ টার দিকে ওই গৃহবধূর ঘরে প্রবেশ করে ধর্ষণ করে তা ভিডিও ধারণ করে। পরে ওই ভিডিও তার স্বামীকে দেখাবে বলে ভয়-ভীতি দেখিয়ে পর্যায়ক্রমে আরো চার-পাঁচ দিন ধর্ষণ করে। এক পর্যায়ে গৃহবধূ নিরুপায় হয়ে বিষয়টি তার স্বামীর কাছে বলে। পরে বিষয়টি বাড়িওয়ালা সেলিম মিয়া ও মাহবুবকে জানালে তারা বিষয়টি সুরাহা করে দিবে বলে সময়ক্ষেপন করে বিষয়টি কাউকে বলিতে নিষেধ করে। এক পর্যায়ে সেলিম ও মাহবুব গৃহবধূ এবং তার স্বামী কে আটক রেখে রাখি ভয়-ভীতি দেখিয়ে ধর্ষনের কোন ঘটনা ঘটেনি বলে গৃহবধূর নিকট থেকে মোবাইলে স্বীকারোক্তি নেয়। গৃহবধূ ভয়ে তাদের কথামতো জবানবন্দি প্রদান করে।তারপর ভিকটিমকে ওই বাড়ি থেকে বের করে দিয়ে রুমে তালা লাগিয়ে দেয় সেলিম। গৃহবধূ শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক প্রদীপ চন্দ্র সরকার সাহা জানান, অভিযুক্ত উজ্জল মিয়া কে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন