শ্রীপুরে এক নারী শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার!
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় রোজিনা আক্তার (২৮) নারী শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার হতিয়া রাজাবাড়ি গ্রামের আব্দুল হামিদের মেয়ে।শনিবার (১৩ এপ্রিল) দুপুরে লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত রোজিনার মা শিরিন আক্তার বলেন,একই এলাকার নাসির উদ্দিনের সাথে প্রয় ১৬বছর আগে বিবাহ হয়। তাদের সংসার জীবনে একটি ছেলে একটি মেয়ে সন্তান রয়েছে। আমার মেয়েরে জামাই নাসির উদ্দিন সিংঙ্গাপুর প্রবাসি। মেয়ের জামাই মেয়েকে টাকা না দেওয়ায় আমার মেয়ে তার স্বামীর সাথে রাগ করে শ্রীপুর এসে চাকুরী নেন। নয়নপুর বেলাল মিয়ার বাড়িতে ভাড়া থেকে জাবের স্পিনিং কারখানায় চাকরী করতেন।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম জানান, নয়নপুর পশ্চিম এলাকায় বেলাল উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় এক পোশাক কারখানায় চাকুরী করতো রোজিনা আক্তার। শনিবার ঘরের ভেতর সিলিং ফ্যানের সাথে গলায় উড়না পেচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যার করেছে বলে জানা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।