শ্রীপুরে এক মাদক সেবীকে তিন মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

0
23

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে মাদক সেবনের অপরাধে এক যুককে ৩ মাসের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

রোববার ২ ফেব্রুয়ারি বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমডি শামসুল আরেফিন এ সাজা প্রদান করেন।সাজাপ্রাপ্ত ফালু মিয়া (৩০) উপজেলার মাওনা ইউনিয়নের শিরিশগুড়ি গ্রামের মালেক মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল ৮টার দিকে শ্রীপুর থানার উপ-পরিদর্শক এসআই আব্দুল মালেক উপজেলার জৈনা বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটকের পর রোববার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ফালু মিয়াকে ৩ মাসের সশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়। সাজা প্রদানের পর তাকে গাজীপুর কারাগারে প্রেরণ করা হয়েছে।

শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি এমডি শামসুল আরেফিন বলেন, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী কাউকেই ছাড় দেওয়া হবে না। অপরাধী যেই হোক তাদেরকে সঠিক আইনের মাধ্যমে সাজা প্রদান করা হবে।

কোন মন্তব্য নেই