শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার ভুতুলিয়া গ্রাম থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।
সােমবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলার গাজীপুর ইউনিয়নের ভুতুলিয়া গ্রামে ইবনেসিনা কোম্পানির জমির বাউন্ডারির ভেতরে একটি কাঁঠাল গাছ থেকে হৃদয় (২৫) নামের যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বাটাজোর গ্রামের লাক মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, সোমবার সকালে কাঁঠাল গাছের ডালের সাথে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মালেক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানাে হয়েছে।রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।