গাজীপুরের শ্রীপুরে দেশের বর্তমান করোনা পরিস্থিতিতেও জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। ২৯ মার্চ সকালে পৌর এলাকার দক্ষিণ ভাংনাহাটি গ্রামে এঘটনা ঘটে। এ ঘটনায় আয়েশা আক্তার বাদী হয়ে মৃত মিয়া চনি ভুইয়া ছেলে বিল্লাল হােসেন ভূইয়া (৬০), মৃত হুমায়ুন কবির এর স্ত্রী নাছিমা খাতুন (৪৫), বােরহান উদ্দিন খানের ছেলে আকতার হােসেন (৪০), আজিজ খানের ছেলে দিলদার (২২), জামাল উদ্দিন খানের ছেলে প্রিন্স (২২),শরাফত আলীর ছেলে রফিকুল (৪২) শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আয়েশা আক্তারের সাথে বিবাদীদের দীর্ঘদিন পূর্ব হইতে ৪৩নং শ্রীপুর মৌজাস্থিত বি/৭৩০ ও বি/৫২৩, সি,এস ৫২, ২৪ আর.এস ৮২%, ৫০নং খতিয়ান ভক্ত এস এ দাগ নং ১৮৭১ এস.এ দাগ নং ১৮৭১ আর.এস ৭৮৩১, ৭৮৩২, ৭৮৩৩, ৭৮৩৪, ৭৮৩৮, ৭৮৪০, ৭৮৪২, ৭৮২৯নং দাগে জমির নিয়ে শত্রুতা চলে অাসছিল এবং আমাদের খুন জখমের হুমকি দিলে আয়েশা আক্তার বাদী হয়ে কতক বিবাদীদের বিরুদ্ধে ১৩ নভেম্বর’১৯ তারিখে শ্রীপুর থানায় ৭২০ নং জিডি করেন।
পরবর্তী সময় বর্নিত জমি নিয়ে আয়েশা আক্তারসহ তাহার সহ অংশীদারগন বিবাদীদের বিরুদ্ধে বিজ্ঞ যুগ্ন জেলা ও দায়রা জজ ১ম আদালত, গাজীপুর দেওয়ানী মাে: নং ৭৫/২০২০ দায়ের করেন। উক্ত মামলায় বিজ্ঞ আদালত উভয়পক্ষকে স্থিতিবস্থায় বজায় রাখার জন্য নির্দেশ প্রদান করেন। কিন্তু বিবাদীগন আদালতের আদেশ অমান্য করিয়া জমিতে বাউন্ডারি করার চেষ্টা করেন।
আয়েশা আক্তার ও তার পরিবারের লােকজন বিবাদীদের বাধা নিষেধ দিলে বিবাদীগন আয়েশা ও ছেলে মাে: রিফাত হাসানকে মারপিট করে।
আয়েশা আক্তার জানান, বিবাদী দের সাথে জমি নিয়ে শত্রুতা চলে আসতে থাকলে বাটোয়ারা মামলা করি, মামলায় উভয় পক্ষ কে কোন প্রকার কাজ না করার জন্য নির্দেশ প্রদান করেন। কিন্তু বিবাদী গন আদালতের আদেশ অমান্য করে জোর পূর্বক জমিতে বাউন্ডারী কাজ করার চেষ্টা করলে আমি শ্রীপুর থানায় অভিযোগ করি।
অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এস আই আশরাফুল্লাহ সাথে কথা বলতে ৫ এপ্রিল সন্ধ্যায় ও ৬ এপ্রিল সকাল ১১ টায় মুঠোফোন যোগযোগ করিলে তিনি ফোন রিসিভ করেনি।