শ্রীপুরে কর্মহীন পরিবহন শ্রমিকের ফোন পেয়ে রাতেই খাদ্য সামগ্রী নিয়ে হাজির ইউএনও

0
21

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরে শ্রীপুরে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে কর্মহীন বাস চাকদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁচ্ছে দিয়েছেন উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুল আরেফিন।

শুক্রবার ৩ এপ্রিল রাতে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরামা গ্রামে বসবাসরত প্রভাতী বনশ্রী পরিবহন সহ কয়েকটি পরিবহনের শ্রমিকরা তাদের খাদ্য সমগ্রী সংকটের কথা জানালে সাথে সাথে তাদের পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করেন শ্রীপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুল আরেফিন।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুল আরেফিন জানান, বরমীর বরমা এলাকা থেকে অসহায় কর্মহীন বাস চালক ও চালকের সহকারীর ফোন পেয়ে খাবার সংকটের কথা জানতে পারি। সাথে সাথে ওই গ্রামের ২৭ জন পরিবহন শ্রমিক পরিবারের মাঝে তাৎক্ষণিক খাদ্য সহায়তা প্রদান করা হয়।

কোন মন্তব্য নেই