গাজীপুরের শ্রীপুরে কাঁচা বাজারে অতিরিক্ত দামে পণ্য বিক্রয়ের অভিযোগে ভ্রামমাণ আদালতের অভিযান। শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে। শ্রীপুর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক অফিসার মো: জাকির হোসাইন শ্রীপুর কাঁচা বাজারসহ বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করার নির্দেশনা প্রাদান করে।
স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক অফিসার মো: জাকির হোসাইন জানান জানান,করোনাভাইরাসকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত দামে পণ্য বিক্রি করার খবর পেয়ে শ্রীপুর বাজারে অভিযান চালানো হয়। অভিযান শুরু করার পর বাজারে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আসে। বন্ধ হয়ে যায় অসাধু ব্যবসায়ীদের রমরমা ব্যবসা। কম দামে দ্রব্য বিক্রি করার নির্দেশ দেন তিনি। প্রতি কেজি পেঁয়াজ ৪৫ টাকা ও রসুন ৮০ টাকা বিক্রি করতে বলেন। এর বেশি দামে কেউ বিক্রি করতে পারবেন না। আর কারও কাছে পাঁচ কেজি পেঁয়াজ ও দুই কেজি রসুন অথবা ২ বস্তা চাউলের বেশি বিক্রি করা যাবেনা বলে নিষেধ করেন।
তিনি আরও জানান, করোনাভাইরাস কে কেন্দ্র করে দেশের সরকার ও উন্নয়নের ভাবমূর্তি নষ্ট করা যাবেনা। এমনকি দেশের জনগণকে ভুগান্তির মধ্যে ফেলা যাবে না। আর এই অভিযান প্রতিদিন চলমান থাকবে বলে সাংবাদিকদের তিনি জানান।
অভিযান পরিচালনার সময় উপস্তিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক অফিসার মো: জাকির হোসাইন,স্বাস্থ্য বিভাগের আবু সাইদ ও স্থানিয় সাংবাদিকদের মধ্যে জোনায়েদ আকন্দ,আরিফ মন্ডল,সাংবাদিক শেখ সেলিম রেজা, দুলাল মিয়া, রবিউল, রুহুল আমিন।