শ্রীপুরে কাঁচা বাজারে মোবাইল কোর্টের অভিযান ৭ ব্যবসায়ীকে জরিমানা

0
258

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে অধিক মূল্যে কাঁচাপণ্য বিক্রয় করার প্রমাণ পাওয়ায় মোট ৭ জন বিক্রেতাকে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছে।শুক্রবার ২০ মার্চ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার বাজার ও মাওনা মাওনা চৌরাস্তা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে অধিক মূল্যে কাঁচাপণ্য বিক্রয় করার প্রমাণ পাওয়ায় মোট ৭ জন বিক্রেতাকে তাৎক্ষণিক ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সর্বমোট ২৪,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়। উপজেলার আবদার লোহাই বাজারে বেশি দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোজাম্মেল হক ও রহিম উদ্দিন নামের দুই ব্যবসায়ীকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়। পরে সন্ধ্যায় শ্রীপুর পৌর এলাকায় মাওনা চৌরাস্তায় কাঁচাবাজারে অভিযান চালিয়ে ঊর্ধ্বমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির অভিযোগে নয়ন মিয়াকে ৩ হাজার, আলম হোসেনকে ৩ হাজার, রাসেল আহমেদকে ৫ হাজার, খোকন মিয়াকে ৫ হাজার ও বাছিরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, সকল ব্যবসায়ীকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় করার নির্দেশনা প্রদান করা হয়।শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামছুল আরেফীন এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামছুল আরেফীন বলেন, বাজার নিয়ন্ত্রণে সরকার কঠোরভাবে নজরদারি করছে। চলমান করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধ কার্যক্রম ও বর্তমান অবস্থার প্রেক্ষিতে কেউ যেন অযথা কোন পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি বা অন্য কোন অন্যায্য সুবিধা নিতে না পারে সেজন্য উপজেলা প্রশাসন, শ্রীপুর গাজীপুর সকলের সহযোগিতা কামনা করছেন।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন