শ্রীপুরে কাভার্ডভ্যান চাপায় প্রাণগেল দুই মোটরসাইকেল আরোহীর

0
86

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাভার্ডভ্যান চাপায় দুই মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

সোমবার (৪ ফেব্রুয়ারি ) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, নেত্রকোনা জেলার শ্যামগঞ্জ উপজেলার সালদিগা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে সুমন (২৬)। অপরজন শরীফা খাতুন (২২) গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মনতলা গ্রামের মরমেশ আলীর মেয়ে।শরিফা স্থানিয় গার্মেন্টস কারখানার শ্রমিক, সে তার বোনের সাথে ভাড়া থেকে কারখানায় কাজ করত ও সুমন পরিবার সহ স্থানীয় ফরিদপুর গ্রামের ভাড়া থেকে জৈনা বাজারে মাংসের ব্যবসা করত।

নিহতের স্বজনদের বরাত দিয়ে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)দেলোয়ার হুসেন জানান, সন্ধ্যার দিকে সুমন মোটরসাইকেল যোগে শরিফাকে নিয়ে মুঠোফোন মেরামতের জন্য মাওনা চৌরাস্তায় আসার পথে পিছন থেকে একটি কাভার্ডভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যুহয়। পরে সংবাদ পেয়ে দুজনের লাশ উদ্ধার করে পুলিশ।

কোন মন্তব্য নেই