শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ আবহমান গ্রাম বাংলার চিরায়ত ঐতিহ্যকে তুলে ধরার লক্ষে গাজীপুরের শ্রীপুরে কৃষকের মাঠে নবান্ন উৎসব পালন করা হয়েছে। ৫ ডিসেম্বর বুধবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও শ্রীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শ্রীপুর উত্তরপাড়া গ্রামের কৃষক শহীদউল্লাহর ধানের মাঠে এ উৎসব অনুষ্ঠিত হয়।
এসময় গাজীপুরের জেলা প্রশাসক ড: দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবান্ন উৎসবের উদ্ভোধন করেন। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- গাজীপুর জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মাহবুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক নেসার উদ্দিন ও নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিনের সহধর্মিনী ইশরাত শিরিন মুক্তি, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান আ: জলিল, শ্রীপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা জাহান স্বপ্না,
শ্রীপুর মডেল থানার ওসি জাবেদুল ইসলাম প্রমুখ।
গাজীপুর জেলা প্রশাসক ড: দেওয়ান মোহম্মদ হুমায়ুন কবির জানান, বাংলার প্রকৃতিতে এখন হেমন্তকাল অতিবাহিত হচ্ছে। এসময়ের আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যকে লালন করার মাধ্যমে তা সবার মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে সরকারীভাবে নবান্ন উৎসবের আয়োজন করা হয়েছে। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার জানান, কৃষকের মাঠে ধান কাটা থেকে শুরু করে তা মাড়াই ও ধান থেকে পিঠা তৈরীর মাধ্যমে এ উৎসবের আয়োজন করা হয়েছে। এছাড়াও এতে হারিয়ে যাওয়া গ্রামীন বিভিন্ন ঐতিহ্যেরও প্রদর্শণ করা হয়।