শ্রীপুরে গরু চুরি ঘটনায় কৃষকরা আতংকে

0
35
 শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে এক কৃষকের পালিত সাতটি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে ওই গ্রামের অন্যান্য কৃষকরাও আতংকে রয়েছে বলে জানা যায়। ১৩ নভেম্বর গভীর রাতে পৌর এলাকার ভাংনাহাটি গ্রামের কৃষক আনিছুর রহমানের বাড়ীতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ওই কৃষক বাদী হয়ে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। জানা গেছে, রাতের বেলা দুইটি ষাড় ও পাঁচটি গাভী প্রতিদিনের মত গোয়াল ঘরে বেঁধে রাখা হয়। ভোর বেলা বাড়ীর লোকজন গোয়াল ঘরে গরু না পেয়ে আশপাশে খোঁজাখুজি করেন। সাতটি গরুর মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। ভাংনাহাটি ৪ ওয়ার্ডের সাবেক কমিশনার আলহাজ্ব কামরুজ্জামান মন্ডল জানান, গরু চোরদের কারণে কৃষকরা স্বাভাবিক ভাবে গরু লালন পালন করতে পারছে না। তিনি প্রশাসনের কাছে চোরদের সনাক্ত করে আইনগত নেওয়ার জন্য অনুরোধ জানান।

কোন মন্তব্য নেই