শ্রীপুরে গুজব বিরোধী গনসচেতনতা মূলক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত

0
17

শ্রীপুরে গুজব বিরোধী গনসচেতনতা মূলক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে গুজব প্রতিরোধে সচেতনতা মূলক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

রোববার ২৮ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা যুবলীগ, পৌর যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে শ্রীপুর রহমত আলী সরকারী কলেজের ছাত্র-ছাত্রীরা একটি র‌্যালী বের করে। র‍্যালীটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শন শেষে শ্রীপুর রেলস্টেশনে অনুষ্ঠিত গুজব প্রতিরোধমূলক সভায় মিলিত হয়। পৌর যুবলীগ নেতা আশরাফুল ইসলাম ওয়াসিমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন-শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল কালাম, উপজেলা যুবলীগ নেতা হাবিবুর রহমান জুয়েল, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারী কলেজের শিক্ষক আব্দুল হান্নান, রুহুল আমীন প্রমূখ সহ।এছাড়াও দলীয় নেতা কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেয়।

এসময় বক্তারা বলেন, গুজবে কান দিবেন না। পদ্মা সেতু নির্মাণে কোন মাথা লাগবে না, এটি সম্পুর্ন গুজব। আপনার আশে পাশে সন্ধেহভাজন কাউকে দেখলে বা কাউকে সন্দেহ হলে নিকটস্থ থানায় অথবা ৯৯৯ ফোন করে অবহিত করুন।কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না। সকলেই চোখ কান খুলে রাখুন, আপনার চার পাশে খেয়াল রাখবেন ছেলে ধরার নামে যেন কেউ গনপিটুনির শিকার না হয়।

কোন মন্তব্য নেই