শ্রীপুরে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার!

0
99

গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া মধ্যপাড়া গ্রাম থেকে লিলি আক্তার (২৫) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩০ আগস্ট) দুপুর দুইটার দিকে উপজেলার বেলদিয়া গ্রাম থেকে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করাহয়।নিহত লিলি আক্তার (২৫) মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার হাটাইল গ্রামের তারা মিয়ার কন্যা। শ্রীপুর উপজেলার বেইলদিয়া গ্রামের সোহেল মিয়ার সাথে তার বিয়ে হয়। তাদের সংসারে এক বছরের একটি ছেলে সন্তান রয়েছে।নিহতের স্বামী সোহেল মিয়া পেশায় একজন ফুটপাতের ব্যবসায়ী।

সোহেলের পিতা আজমল জানান, আমার ছেলে হকারী করে, আমি জর্দ্দা বিক্রি করি বাজারে বাজারে। প্রতিদিনের মতোই বৃহস্পতিবার সকাল ৭টার দিকে আমি ও আমার ছেলে ব্যবসার কাজে চলে যাই। পরে মোবাইল ফোনের মাধ্যমে দুপুর ১১ টার দিকে খবর শোনতে পাই। বাড়ি এসে দেখি গলায় উরনা পেচিয়ে গাছের সাথে আত্মহত্যা করেছে আমার ছেলের বৌ লিলি। দুই বছর আগে আমার ছেলের পছন্দ মতো বিয়ে দেওয়া হয়েছে। ভালই তো চলছিল সংসার। তবে কি কারনে আত্মহত্যা করেছে তা আমি জানি না।

নিহতের পরিবার অভিযোগ করে বলেন, ঘটনার পর থেকে লিলির স্বামী সোহেল গা ঢাকা দিয়েছে। স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন মিলে লিলিকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে।আমরা এ মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছি না।

শ্রীপুর থানার এস.আই জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার সাড়ে ১১ টার দিকে আজমল বাড়ীর উত্তরে পার্শ্ববর্তী হিজল গাছ থেকে পুলিশ নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে। লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দি মেডিকেল হাসপালে পাঠানো হয়েছে, তদন্তপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই