শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে গ্রামীনফোন সেন্টারের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার ২ মার্চ বেলা ১২ টায় শ্রীপুর উপজেলা সদরে নুরুল ইসলাম খাঁন কমপ্লেক্সের নিচ তলায় ইউনাইটেড সেন্টারে ফিতা ও কেক কেটে আনুষ্ঠানিক ভাবে গ্রামীনফোন সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার তানভীর হায়দার (আউটার এরিয়া), হারুন মোস্তাফিজুর রহমান এরিয়া ম্যানেজার (গাজীপুর মেট্রো), ইমরুল কায়েস টেরিটরি ম্যানেজার (শ্রীপুর), মুরাদ হাসান ব্যবস্থাপক এন আর বি ব্যাংক (শ্রীপুর শাখা), খন্দকার মাসুদ রানা ব্যবস্থাপনা পরিচালক ইউনাইটেড সেন্টার, সাংবাদিক নজরুল ইসলাম মাহাবুব, সাংবাদিক ইকবাল হোসেন, সাংবাদিক আরিফ মন্ডল, শ্রীপুর সিঙ্গার শোরুমের ম্যানেজার মো: রুকনুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী আফসার উদ্দিন আহমেদ, আমান উল্লাহ, মিয়ার উদ্দিন, সাব্বির আহমেদ, রুহুল আমিন সহ স্থানিয় ব্যাক্তি বর্গ।
শ্রীপুরে এই সেন্টারের উদ্বোধন হওয়ায় গ্রামীনফোন ব্যবহারকারী গ্রাহকরা এখান থেকে বিভিন্ন ধরনের সেবা গ্রহন করতে পারবেন।