শ্রীপুরে ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে সংরক্ষিত আসনের এমপি : রুমানা আলী টুসি

0
163

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরের ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন আ’লীগের সংরক্ষিত আসনের মহিলা এমপি অধ্যাপক রুমানা আলী টুসি।

শনিবার (০২ মার্চ) সকালে তিনি শ্রীপুরে পৌঁচ্ছিলে আওয়ামীলীগের দলীয় নেতা কর্মীরা তাকে স্বাগত জানান।প্রথমে তিনি তার বাবার বাড়ি শ্রীপুর উত্তরপাড়া গ্রামে উনার দাদা-দাদীর কবর জিয়ারত করেন। পরে উপস্থিত নেতা-কর্মীদের সাথে নিয়ে গত ২৭ ফেব্রুয়ারী শ্রীপুরের উপর দিয়ে বয়ে যাওয়া শিলাবৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়া উপজেলার বরমী, কাওরাইদ, তেলিহাটি উইনিয়ন সহ বিকাল পর্যন্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

এসময় সংরক্ষিত সংসদ সদস্য অধ্যাপিকা রোমানা আলী টুসি এমপি বলেন, আমার বাবার সম্পর্কে শ্রীপুর মানুষ জানেন। শ্রীপুরের মানুষের সাথে আমার পরিবারের রয়েছে আত্নার সম্পর্ক।আমি আগেও শ্রীপুরের মানুষের পাশে ছিলাম এখনো আছি,আগামী দিনেও থাকবো। ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষগুলো কিভাবে এই ক্ষতি কাটিয়ে উঠবে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

এসময় তার সাথে ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জলিল, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো: রফিকুল ইসলাম মন্ডল বুলবুল, কেন্দ্রীয় যুবলীগের সদস্য এড. হারুন-অর রশিদ ফরিদ, শ্রীপুর উপজেলার আ’লীগের সাংগঠনিক সম্পাদক এড. জাকির হোসেন খান মামুন, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত অালী কলেজের সাবেক ভিপি আহসান উল্লাহ, বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক বাদল সরকার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জামান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন, শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল হাসান জিকু, জেলা মহিলা লীগের নেত্রী মনোয়ারা বেগম বেবীসহ উপজেলা, উপজেলা ও জেলা আ’লীগের নেতা-কর্মীরা।

উল্লেখ্য, অধ্যাপক রোমানা আলী টুসি গাজীপুর-৩ আসনের সাবেক মন্ত্রী ও আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এড. রহমত আলীর একমাত্র কন্যা। সম্প্রতি তিনি আওয়ামীলীগের দলীয় সংরক্ষিত সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

কোন মন্তব্য নেই