গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় চাকুরীর প্রলোভন দেখিয়ে এক নারীকে ব্যক্তিগত গাড়িতে তুলে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানিয়রা।আটককৃত কবির হোসেন(৪৫) উপজেলার উজিলাব গ্রামের আব্দুল বারেকের ছেলে।
সোমবার (২১ মে) রাত পৌনে বারোটার দিকে উপজেলার মাওনা চৌরাস্তা ওড়াল সেতুর পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা করেছে উদ্ধার হওয়া নারী।
মামলা এজাহার সূত্রে জানা যায়, গত কয়েক মাস আগে ভুল নাম্বারে কলের মাধ্যমে কবিরের সাথে পরিচয় হয় ওই নারীর। কিছু দিন পর তাকে চাকরি দেওয়ার প্রস্তাব দেয় কবির। প্রস্তাব পেয়ে ওই নারী কয়েক দিন আগে শ্রীপুর এলাকায় তার বান্ধবীর এক বাড়িতে বেড়াতে আসে। গত সোমবার তাকে চাকরি দেওয়ার কথা বলে মাওনা চৌরাস্তা আসতে বলে কবির। তিনি রাতে মাওনা চৌরাস্তা দেখা করতে এলে জোর করে গাড়িতে তুলে নেওয়া হয়। পরে ওড়াল সেতুর দক্ষিণ পাশে নিয়ে ধর্ষণে চেষ্টা করলে তিনি চিৎকার দেন। এতে আশপাশের মানুষ গাড়ির গতি রোধ করে তাকে উদ্ধার করে। এ সময় গাড়ি থেকে কবিরকে আটক করে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক(এসআই) আজহারুল ইসলাম জানান, স্থানীয়রা মাওনা চৌরাস্তার দক্ষিণ পাশে একটি গাড়ি থেকে ওই নারীকে উদ্ধার করে। এ সময় গাড়ির ভেতর থেকে কবির হোসেনকে আটক করে পুলিশে দেওয়া হয়। পরবর্তীতে মেয়ে বাদী হয়ে কবিরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। আসামিকে কোর্টে প্রেরণ করা হয়েছে।